জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার মিঃ আসেফ, এসআই ফিরোজ হোসেন, বিএনপি নেতা সম হেদায়েতুল ইসলাম, জামাত আমীর নূরুল আফসার মোর্তজা, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর সিদ্দিক, কাদাকাটি ইউপি প্রশাসক রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।

