আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, রুহুল কুদ্দুছ, দিপংকর কুমার সরকার, ওমর ছাকি পলাশ, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক ইয়াহিয়া ইকবাল, ড. আবুল হাসান, নিরঞ্জন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সভায় আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, মাদকের ব্যবহার রোধসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।