আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। গত ২৩ জুন তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম করোনা আক্রান্ত নির্বাহী কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেছেন মহান আল্লাহর দরবারে। এক বিবৃতিতে তিনি ইউএনও'র সুস্থতা কামনা করেছেন। সাথে সাথে তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন তার জন্য উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।