নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার আসন্ন কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম পিন্টুর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার মুজিবুর রহমান, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ম সাধারন সম্পাদক আছাদুল ইসলাম,যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু, তথ্য ও গবেষনা সম্পাদক প্রভাষক হিরু লাল বিশ^াস, সহ প্রচার সম্পাদক প্রভাষক আনন্দ কুমার মন্ডল, উপজেলা কমিাটির সদস্য শ্রীউলা ইউনিয়ন আ’লীগ সভাপতি নুর মোহাম্মদ সরদার, বুধহাটা ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান, সেক্রেটারী মোহাম্মদ আলী, বড়দল ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রহমান ফকির, আনুলিয়া ইউনিয়ন সেক্রেটারী ফারুকুজ্জামান, প্রতাপনগর ইউনিয়নের কামরুজ্জামান কাজল, অধক্ষ ড. শিহাব উদ্দীন, মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, সোলায়মান হোসেন, বড়দল ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল হান্নান মন্টু, শফিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাইব্রিড, অনুপ্রবেশকারীদের তান্ডবে প্রকৃত আওয়ামী লীগাররা দলে আজ কোনঠাসা হয়ে পড়েছে। দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তৃণমূল পর্যায় থেকে দলের সর্বস্তরে হাইব্রিড, অনুপ্রবেশকারী ও রাজাকারদের বাদ দিয়ে প্রকৃত আওয়ামী লীগারদের নিয়ে কাউন্সিলর গঠন ও কমিটি গঠন করতে হবে। কিন্তু আশাশুনিতে দলের একটি পক্ষ পকেট কমিটি করে কাউন্সিল সম্পন্ন করার পায়তারা চালাচ্ছে। তাই আশাশুনিতে আওয়ামীলীগের প্রকৃত নেতা কর্মীদেরকে নিয়েই আসন্ন কাউন্সিলে সভাপতি, সাধারন সম্পাদক সহ পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। সভায় বক্তারা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক এবার আশাশুনির ভোট চোর, অনুপ্রবেশকারী, নামধারী হাইব্রিড আওয়ামী লীগারদের বাদ দিয়ে মূল ধারার আওয়ামী লীগার, দলের দু:সময়ের কান্ডারী, দলের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কমিটি গঠনের জন্য তৃণমূল নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানোর পাশাপাশি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য আগামী ১৯ নভেম্বর আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের উক্ত কাউন্সিলে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য প্রখ্যাত চিকিৎসক আলহাজ¦ ডা: মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম শাহজাহান আলীর পুত্র ও বর্তমান সাধারন সম্পাদকের ভ্রাতুষ্পুত্র উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম হুমায়ুন কবীর সুমন কে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া দলীয় অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহীত হয়।