প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
আশাশুনির ৮৫ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের (কৃষক পরিবারের সদস্য) ভেতর চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসান শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে প্রকল্পের আওতায় ৮৫ টি হাই স্কুল, মাদ্রাসা ও কলেজের ১৫ শত শিক্ষার্থীকে ৪টি করে ৬০০০ গাছের চারা প্রদান করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.