আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ৫টি কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার ও বাকী ক্লিনিকে ১১ নভেম্বর করোনা টিকা প্রদান করা হবে। প্রত্যেক ক্লিনিকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে।
উপজেলার বড়দল, আশাশুনি সদর, শ্রীউলা, খাজরা ও কাদাকাটি ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে এবং প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া, কোলা ও কল্যানপুর কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার (৯ নভেম্বর) কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা প্রদান করা হবে। বাকি ইউনিয়ন (শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, আনুলিয়া ইউনিয়নের) সকল কমিউনিটি ক্লিনিকে এবং প্রতাপনগর ইউনিয়নের চাকলা, কুড়িকাহনিয়া ও নাকনা কমিউনিটি ক্লিনিকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোভিড-১৯ প্রথম ডোজ প্রদান করা হবে। এদিন ২য় ডোজ প্রদান করা হবে না এবং রেজিষ্ট্রেশন ছাড়া টিকা প্রদান করা হবে না।