আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সচেতনতা মূলক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়গুলো পরিদর্শন করেন ইউআরসি ইন্সট্রাক্টর।
উপজেলার কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈদান উদ্দিন। পরিদর্শনকালে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্কুল খোলার প্রস্তুতি, গুগল মিটে পাঠদান কার্যক্রম, করোনাকালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ, ওয়ার্কশীট বিতরণ, মূল্যায়ন ও বিদ্যালয়ের উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।