মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার প্রতাপনগরে পানি উন্নয়ন বোর্ডের হরিষখালী বেড়ীবাঁধে আবারও ভাঙ্গন সংগঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ বাঁধের ক্লোজারে চাপানের দু’দিন পর আবারো ভাঙ্গনের মুখে পড়ে বাঁধটি। বাঁধ রক্ষার্থে পুনরায় কাজ চলেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদার এর উপস্থিতিতে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় ১৫ আগষ্ট হরিষখালী ক্লোজারে ঠিকাদার শাহীন এর দায়িত্বপ্রাপ্ত অংশে চাপান শুরু করা হয়। ১৬ আগষ্ট কাজ সমাপ্ত হয়। কিন্তু মঙ্গলবার জোয়ারের প্রচন্ড চাপে ২০/৩০ হাত জায়গা পুনরায় ভেঙ্গে যায়। এর পর থেকে সেখানে প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ করে শেষ রক্ষার কাজ এগিয়ে চলেছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সাংবাদিকদের জানান, একই বাঁধে ঠিকাদার সোহাগ তার অংশে কিছুটা কাজ করার পর চলে যাওয়ায় বাঁধের কাজ নিয়ে হতাশার সৃষ্টি হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষে ঠিকাদার শাহীন ঐ অংশের কাজও মঙ্গলবার থেকে শুরু করিয়েছেন। দ্রুততার সাথে কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।