মাসুুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের দরগাহপুর ও পাইকগাছা উপজেলার বাঁকা সীমান্তে স্থাপিত বিশেষ চেকপোস্ট পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজ।
আজ শনিবার দুপুরে তিনি উক্ত চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় বহু লোককে উভয় সীমান্ত হতে তাদের স্ব স্ব এলাকার উদ্দেশ্যে ফেরৎ পাঠানো হয়। চেকপোস্ট পরিদর্শনকালে জনসাধারনরে উদ্দেশ্যে করোনা মহামারি থেকে বাঁচার জন্য সচেতনতামূলক কথা বলেন তিনি।
এ সময় দরগাহপুর ইউপি চেয়ারম্যান শিখ মিয়ারাজ আলী, দরগাপুর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ মতলুবুর রহমান, সাংবাদিক শেখ হিজবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাতক্ষীরা জেলাকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত রাখতে গত ১৪ মে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্ত:জেলা ও আন্ত:উপজেলায় জনসাধারনের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে দরগাপুর-বাঁকা সীমান্ত সহ উপজেলার বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেক পোস্ট স্থাপনের ব্যবস্থা করেন ইউএনও মীর আলিফ রেজা। চেকপোস্ট সমুহে কড়া নিরাপত্তা ববস্থা বহাল রাখা হয়েছে। চেকপোস্ট স্থাপনের পর থেকে এর কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন তিনি। তারই অংশ হিসেবে আজ দরগাহপুর-বাঁকা সীমান্তের চেকপোস্ট পরিদর্শন করেন ইউএনও মীর আলিফ রেজা।