আশাশুনি ব্যুরো: আশাশুনি কলেজের (বর্তমান আশাশুনি সরকারি কলেজ) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মেজবাহউদ্দীন আহম্মেদ সানা (ডবল এমএ,ইংরেজি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ---- রাজেউন)। বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আশাশুনির সদরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১১ বছর। মৃত্যুকালে তিনি ৯ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন আছরবাদ আশাশুনি আলিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন গুনাকরকাটি মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আরিফুল ইসলাম। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।