নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলায় চৌধুরীর বাড়ির পাশ থেকে গলঘেঁষিয়া নদীর ব্রিজ পর্যন্ত ৩৪৫ মিটার রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না বলে দাবী জানিয়েছেন এলাকাবাসী। রাস্তার এই দ্বায়সারা কাজটি করছেন মেসার্স আলভি এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তাটির সংস্কারের জন্য বরাদ্দ ২৭ লক্ষ টাকা কিন্তুু রাস্তার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করছে স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ম্যাকাডাম করা হয়েছে সেটা নিন্মমানের ইটের খোয়া দিয়ে। ইট ভাটা থেকে দুই নম্বর ও তিন নম্বর আদলা ইট তার মধ্য বেশির ভাগ আমা ইট এনে তা ভেঙে ম্যাকাডাম তৈরি করে ওই রাস্তার কাজে ব্যবহার করতে দেখা গেছে। নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় কিছুদিন পর রাস্তাটি আবার আগের মতো হয়ে যাবে বলে এলাকাবাসী মন্তব্য করেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীউলা গ্রামের স্থানীয়রা বলেন, বালুর সঙ্গে মেশানো হয়েছে মাটি ও আমা ইট। যা দিয়ে কাজ করায় এ রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তার কাজটি যেভাবে হওয়ার কথা সেই ভাবে হচ্ছে না। এই রাস্তার কাজটি ঠিকাদার ব্যাপক অনিয়ম করছে। নামমাত্র রাস্তার কাজটি করছে। এই রাস্তাটি সংস্কারের দীর্ঘদিন খুঁড়ে রাখা কাজ না করার কারণে এলাকার মানুষের যাতায়াতের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। রাস্তার কাজ করার সময় নদীর ভেঁড়িবাদ কেটে মাটি নিয়ে দ্বায়সারা কাজ করছে। স্থানীয় বাসিন্দা মহাসিন হোসেন জানান, আমরা গ্রামবাসী নদীর ওপারে যাওয়ার জন্য একটাই রাস্তা সেটা করা হচ্ছে আমার ইটের খোয়া দিয়ে আর ওবদার মাটি কেটে রাস্তায় ব্যাবহার করছে এটা কিভাবে সম্ভব। আমরা গ্রামবাসী এই ঠিকাদারকে বলছি কিন্তুু তিনি কোন তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ৭নং শ্রীউলার ইউনিয়নের ১নং ওর্ডের মেম্বার আবু হাসান বলেন, রাস্তাটি দীর্ঘদিন অচল হয়ে পড়ে ছিল। এই কাজটি আমি থেকে এনেছি, রাস্তার কাজে যদি অনিয়ম হয় অবশ্যই নিউজ প্রকাশ করবেন।