আশাশুনি প্রতিবেদক: আশাশুনির শোভনালীতে ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরায় তার নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় প্রভাষক ম. মোনায়েম হোসেন বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শোভনালী ইউনিয়নের ২, ৩, ৪ ও ৮ নং ওয়ার্ডের সকল রাস্তা পাকা করা হয়েছে। ৫নং ওয়ার্ডেও উন্নয়নের কাজ চলমান রয়েছে। ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডে মাত্র ২ হাজার মিটার রাস্তার কাজ বাকী রয়েছে। সরকারি ও নিজ তহবিল থেকে ইউনিয়নের সকল মসজিদ-মন্দির সংস্কার করা হয়েছে। ২০টি মসজিদে সোলার প্রদান করা হয়েছে, ৩টি শ্মশানের নির্মাণ কাজ, ২০টি স্ট্রিট লাইট স্থাপন, ৭টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া নিজ তহবিল থেকে ইউনিয়নের পানি নিষ্কাশনের জন্য কয়েকটি নালা ও ড্রেন তৈরী করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চলমান রাখার জন্য বাকড়া ইউনাইটেড ক্লাব, কৈখালী অগ্নিবীনা ক্লাবসহ কয়েকটি ক্লাবে নিজ তহবিল থেকে বরাদ্দ দিয়েছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন নির্মাণ করেছি। ইউনিয়ন পরিষদের গেট নির্মাণ, পরিষদের সংযোগ সড়ক নির্মানসহ বালিয়াপুর দূর্গামন্দির থেকে বিলে যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে ইটের সোলিং করে দিয়েছি, গ্রাম আদালতকে সক্রিয় রেখেছি। চৌকিদারদের সজাগ রেখে মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি। পুনরায় নির্বাচিত হতে পারলে আমার ইউনিয়নে কোন কাঁচা রাস্তা থাকবে না। সরকারি সকল সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রতি ওয়ার্ডে বিলি বন্টন করি বা করব। প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রামকে শহর করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে জনগণকে একত্রিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করে উদ্যোক্তা সৃষ্টি করে সাবলম্বী করার চেষ্টা করব। আমার সময় কালে আমি কোন দূনীতির আশ্রায় নেইনি। অতএব আগামীতেও প্রধানমন্ত্রী আমাকেই নৌকা প্রতিক বরাদ্ধ দেবেন বলে আশা করি।