সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজার সংলগ্ন শালখালী ব্রীজের নির্মান কাজ এগিয়ে চলেছে। অতি গুরুত্বপূর্ণ ব্রীজের কাজ দীর্ঘদিন না হওয়ায় জনভোগান্তি লেগেই আছে। আশাশুনি টু পারুলিয়া সড়কের উপর নির্মীত ব্রীজটি ৩/৪ বছর আগে নদী খননের কারনে পানির স্রোতে ভেঙ্গে পড়েছিল। এই সড়ক দিয়ে আশাশুনি, কালিগঞ্জ, সাতক্ষীরা সদরসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ যাতয়াত করে থাকে। ব্যবসায়ীসহ অন্যান্য প্রতিষ্ঠান ও মানুষ এপথেই মালামাল পরিবহন করে থাকে। ফলে প্রতিদিন শত শত ট্রাক, পিকআপ, মাইক্রো, প্রাইভেট, ভ্যান-ইঞ্জিন ভ্যান, মোটর সাইকেল, বাই সাইকেল এপথেই নিয়মিত চলাচর করে আসছিল। কিন্তু ব্রীজে ভেঙ্গে পড়ার পর থেকে পাশেই তক্তা-বাঁশ দিয়ে ছোট যান বাহন ও মানুষের চলাচলের ব্যবস্থা করা গেেেলা ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকায় জনবোগান্তি চলে আসছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এক বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও ধীর গতির কারনে কাজের অগ্রগতি তেমন দেখা দেয়নি। বর্তমানে পুরোদমে কাজ চলছে। এভাবে চলতে থাকলে আগামী ৫/৬ মাসের মধ্যে ব্রীজটি ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে ব্রিজের কাজ সম্পন্ন হয় সেজন্য কনট্রাক্টরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।