প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
আশাশুনির মানবিক সেবায় এক অনন্য স্বেচ্ছাসেবী সংগঠন খরিয়াটি ব্লাড ব্যাংক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার খরিয়াটি ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি জরুরি রোগীদের জন্য অক্সিজেন সেবা দিয়ে আসছে, যা এলাকাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
ব্লাড ব্যাংক প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, জরুরি অক্সিজেন সেবা প্রদান,
অসহায় তহবিল পরিচালনা, বাৎসরিক ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প আয়োজন, কবর খনন দল পরিচালনা, জলাবদ্ধতায় পানি নিষ্কাশনে স্বেচ্ছাশ্রম, শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, রমজান ও ঈদে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যেকোনো সামাজিক সংকটে স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। স্থানীয়দের মতে, সংগঠনটি আশাশুনি উপজেলার অন্যতম সক্রিয়, সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য সামাজিক সংগঠন হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। সচেতন মহলের প্রত্যাশা, খরিয়াটি ব্লাড ব্যাংকের এই মানবিক ও ধারাবাহিক কার্যক্রম উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তা আরও অনেক তরুণ ও সামাজিক সংগঠনকে মানবসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বীকৃতি ও উৎসাহ পেলে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে। মানবিক এই উদ্যোগে আগ্রহী সমাজসেবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের সহযোগিতা প্রত্যাশা করছে এলাকাবাসী।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.