মাসুদুর রহমান মাসুদ: আশাশুনিতে পানি উন্নয়ন বোর্জেল বেড়ীবাঁধ ভেঙ্গে ও রিং বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। শনিবার সকালে তিনি আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগস্থ এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক দুর্যোগের সময় আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। দুর্যোগের দুর্বিসহ পরিণতি যতদিন থাকবে ততদিন অসহায় মানুষের পাশে থাকবো। মানুষ যাতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পায় তার ব্যবস্থা করা হবে, কাউকে অভুক্ত থাকতে দেওয়া হবেনা। খাদ্য সংকট নিরসনের জন্য সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি।
পরিদর্শনকালে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।