প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
আশাশুনির বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান দিলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন আশাশুনি উপজেলার বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার(২০ নভেম্বর)রাতে সাতক্ষীরা আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর পূজা মন্ডপে তিনি উপস্থিত হয়ে মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করেন।এছাড়া মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদানকালে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন,"যার ধর্ম সে উৎসব করবে তাতে কোন বাঁধা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি ধানের শীষের প্রতি সমর্থন কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চান।এর আগে তিনি উপজেলার আরো ৪ টা মন্দিরে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এবং পর্যায়ক্রমে আরো ৫ টা মন্দিরে দেওয়া হবে বলে তিনি জানান।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কমলাপুর পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সহ আশাশুনি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.