
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার এ উপলক্ষে জশনে জুলুস, মাহফিল ও দোয়া অনুষ্ঠান করা হয়।
গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসাঃ গুনাকরকাটি পীর সাহেবের দরগা হতে শুরু হওয়া জশনে জুলুশ র্যালি বের হয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে পুনরায় দরগায় ফিরে আসে। গুনাকারকাটি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ রবিউল ইসলামের নেতৃত্বে প্রায় দেড় দুই হাজার ভক্ত-অনুরাগী অংশগ্রহণে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মাওঃ আরেফুল্যাহ, সহকারী অধ্যাপক আঃ মান্নান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসলেম উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাইদুল্লাহ চৌধুরী, ব্যাংক ম্যানেজার আবু হাসান বাবলু, ডা: রফিক আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল হান্নান, মোসলেম উদ্দিন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, মইন উদ্দিন, আসাফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।
আশাশুনি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ সকাল ১০ টায় বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওঃ ফেরদাউস হোসেন। প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, এখলাছ হোসেন, সালমা খাতুন, সালমা আক্তার সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ঃ প্রধান অতিথি ছিলেন এডহক কমিটির সভাপতি জিএম আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মোঃ আকরামুজ্জামান। সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় কোরআন তেলোয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া রহমান, গজল পরিবেশন করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনালেখ্যের উপর বক্তব্য রাখেন, ৯ম শ্রেণির শিক্ষার্থী জামিলা খাতুন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আবু সাঈদ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ।