জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামে সমিতির নামে রমরমা সুদী কারবারের অভিযোগ পাওয়া গেছে।
শোভনালী ইউনিয়নের কোনার বাঁকড়া নামক বাজারে ঘর ভাড়া নিয়ে মৃত আঃ জলিল সরদারের ছেলে গোলাম মোস্তফা সরদার দীর্ঘদিন সুদের কারবার করে আসছেন। সমিতি রেজিস্ট্রী না করে গ্রাম্য সমিতির নামে অবৈধ কারবার করে আসছেন গোলাম মোস্তফা। সুদী কারবারকে বৈধতা দিতে ও প্রভাব খাটিয়ে ব্যবসা মজবুত করতে অফিসে বিভিন্ন ছবি টানানো হয়েছিল। সপ্তাহের প্রতি মঙ্গলবার সন্ধ্যায় টাকা আদায় ও নির্দিষ্ট অংকের সুদের বা লভ্যাংশ বসিয়ে হিসাব বই দেওয়া হয়। গ্রাহক বা সমিতির সদস্যরা ঋণের টাকা নিতে ও সুদ-ঋণের টাকা জমা দিতে মঙ্গলবার অফিসে হাজির হয়। এদিন বেশ রমরমা কারবার চলে থাকে। সুদি কারবারে জড়িয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, লাভসহ ঋণের টাকা শোধ দিতে হিমশিম খেতে হয়েছে। তাদের দাপটে অনেককে হেনস্থা হতে হয়েছে। ৫ আগস্টের পরে সাবেক মেম্বার পদপ্রার্থী গোলাম মোস্তফা অফিস থেকে ছবি সরিয়ে নিয়েছেন। কিন্তু সুদের কারবার বন্ধ হয়নি। সুদি কারবার পরিচালনা করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
ঘর মালিক নজরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা দোকান ঘর ৬০০ টাকা মাসিক ভাড়া চুক্তিতে নিয়েছেন। এখানে কোন রাজনীতি করা হয় কিনা আমার জানা নেই। তবে সমিতি পরিচালনা করে থাকে। সমিতির নাম কি আমার জানা নেই। রোজিস্টার্ট কিনা তাও জানিনা।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও গ্রামবাসী নাম না প্রকাশ করার শর্তে জানান, গোলাম মোস্তফা দোকান ঘর ভাড়া নিয়ে সমিতির নামে সুদি কারবার করে আসছে। ৫ আগস্টের পূর্বে ঘরে ছবি টানানো ছিল। এখন ছবি নামিয়ে ফেলা হয়েছে। তবে সমিতির নামে সুদের ব্যবসা করা হচ্ছে।
অভিযুক্ত গোলাম মোস্তফা জানান, দোকান ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচনী অফিস করেছিলাম। সেখানে গ্রাম্য সমিতি চালু আছে। যে সব অভিযোগের কথা বলা হয়েছে তা সঠিক নয়, তাকে হেয় প্রতিপন্ন করতে অভিযোগ করা হয়েছে বলে তিনি দাবী করেন।