
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা ও বেড়ীবাঁধ সমূহ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। রবিবার দুপুরে তিনি প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহুনিয়া, হরিশখালি ও চাকলাসহ ক্ষতিগ্রস্থ এলাকা ও বেঁড়ীবাধ সমূহ পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো শুনেছি শুনে উর্দ্ধতন কর্মকর্তা সবাইকে বলেছি। দুর্গত এলাকার মানুষ যাতে ত্রাণ সামগ্রী সুষ্টভাবে পায় এবং কোন প্রকার দুর্নীতি যাতে না হয় ইউপি চেয়ারম্যানকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোন প্রকার দুর্নীতির কথা যদি শোনা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানুষের দূর্ভোগের কথা তুলে ধরে আরো বরাদ্দ আনার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্থানীয় জনগনকে সাথে নিয়ে রিং বাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে নির্দেশনা প্রদান করেন এবং মানুষজনের জরুরী প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।