
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার পাইথালী বাজারে গণ-শৌচাগার ভেঙ্গে ফেলানোর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীমহল সহ সর্বস্তরের মানুষ ফুসে উঠেছেন। শৌচাগার ভাঙ্গার মূল হোতা অবসর প্রাপ্ত ব্যাংকার বেলায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও অবিলম্বে শৌচাগার নির্মানের দাবীতে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাজার কমিটির আহবায়ক মামুন হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওলিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতের ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বেল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি এরশাদ আলী, বাজার কমিটির সাবেক সভাপতি অবঃ সেনা সদস্য হযরত আলী, বাজারের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ব্যবসায়ী মমিনুর রহমান গাজী ও মোশাররফ হোসেন। বক্তাগণ বলেন, ১৭ বছর আগে সরকারি অর্থ বরাদ্দে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে বাজারের উত্তরাংশে খাস জমিতে শৌচাগারটি নির্মান করে বুধহাটা ইউনিয়ন পরিষদ। ৩টি টয়লেট ও ১টি প্রশ্রাব খানাসহ টয়লেটি বাজারের শত শত ব্যবসায়ী ও ক্রেতা। সাধারণ ব্যবহার করে থাকে। বেলায়েত হোসেন টয়লেট সংলগ্ন তার মার্কেট থাকায় নিজ স্বার্থে সোমবার দুপুরে যখন লোকজন বাড়িতে, এ সুযোগে টয়লেটটির দেওয়াল ভেঙ্গে একাকার করে ফেলেছে। ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ফুসে উঠেছে।