প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
আশাশুনির নৈকাটিতে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম ও ভাংচুর
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: বাড়িতে আসতে নিষেধ করা নিয়ে প্রতিপক্ষের নির্মম মারপিটে রক্তাক্ত জখম ও ভাংচুর করে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে ২৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত মিলন সরদারকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ হামলার শিকার মিলন সরদারের স্ত্রী নিলুফা বেগম জানান, একই গ্রামের সেলিম সরদারের স্ত্রী কারনে অকারনে ঝগড়া বিবাদ সৃষ্টি করায় আমার স্বামী তাকে আমাদের বাড়ীতে আসতে বারন করে। বারন না শুনে ৬/৭ দিন পূর্বে সে আবার আসলে পুনরায় নিষেধ করায় সে বাড়িতে ফিরে যায়। এবং মৃত সামছুদ্দিনের ছেলে আব্দুল সাত্তার ও মৃত আবুল কাশেম মোড়লের তোতা মোড়লের সাথে বলে আমার স্বামীকে হুমকি দিতে থাকে। এবং গত ২৫ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে আমার স্বামী নিয়ামতের দোকান থেকে চা খেয়ে বাড়ী ফেরার পথে রাস্তায় ওৎপেতে থাকা উক্ত ৩ জন আধলা ইট, লোহার হাতুড়ী ও বাঁশের লাঠি নিয়ে তাকে মারপিট করে। হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিয়া হাড়ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে। স্বামী কোন রকমে তাদের থেকে ছাড়িয়ে বাড়ীর ভিতরে প্রবেশ করলে তারা বাড়ীর ভিতরে ঘেরাবেড়া কাটা ও ভাংচুর করে অনু: ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। খুন জখম করবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। আমরা ঘরের পিছন দিয়ে বেরিয়ে তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করি। সেখানেও হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.