আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের বড় দূর্গাপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম হয়েছে ৬০ উর্দ্ধ এক মুসল্লি। হাসপাতালে চিকিৎস্যাধীন ওই গ্রামের মৃত. ইনতাজ মোড়লের পুত্র করিম মোড়ল (৬৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগে জানাগেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি বাড়ী ফিরছিলেন। এসময় মসজিদ থেকে বের হয়ে কয়েক পা যেতে না যেতেই প্রতিপক্ষ মৃত শওকত মোড়লের পুত্র ফেরদাউস হাসান (৩৯) ও মোছাদ্দেক হোসেন (২৯) গতি রোধ করে। এ সময় হাসান ও মোছাদ্দেকের হাতে থাকা লোহার রডসহ দেশিয় অস্ত্র নিয়ে আচমকা করিম মোড়লের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে বাড়ীর লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে করিম মোড়লের পুত্র বধুকেও মারপিট করে ও শ্লীতাহানীর চেষ্টা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় করিম মোড়লকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে করিম মোড়ল বাদী হয়ে আশাশুনি থানায় উল্লেখিতদের আসামী করে এজাহার দাখিল করেছেন। প্রসঙ্গত: করিম মোড়লের সাথে পার্শ্ববর্তী চাচাত ভাই হাসান ও মোছাদ্দেক গংদের সাথে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই জেরে ঘটনার দিন সকালে হাসানের মা হাসিনা বেগম (৫৫) করিম মোড়লের বাড়ীর সামনে গেলে কথা কাটাকাটির এক পর্যয়ে কঠিন আকার ধারন করে। স্থানীয় লোকজন তাৎক্ষনিক উভয় পক্ষকে নিবৃত করে বাড়ী ফিরিয়ে দেয়। কিন্তু বাদ জুম্মা নতুন করে মারপিটের ঘটনা এলাকাবাসি সহ আহতের পরিবারকে হতবাক করেছেন।