সচ্চিদানন্দদেসদয়: আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে ছাগল-ভেড়া ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুলিয়ায় লুক্সেমবার্গের সহযোগীতায়, ফ্রেন্ডশিপের বাস্তবায়নে ও ট্রান্সিশন ফান্ড প্রজেক্টের সহযোগীতায় গবাদি পশু ছাগল-ভেড়া ও সবজি বীজ বিতরণ করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ফ্রেন্ডশিপ রথ সাউথ প্রকল্পের সিআইডিআরআর সাতক্ষীরা আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারি প্রানী সম্পদ কর্মকর্তা এসএম তোফায়েল আহম্মেদ, ফ্রেন্ডশিপের প্রজেক্ট ইনচার্জ দিবাকর বিশ্বাস, সিনিয়র এফএফ আব্দুল মান্নান ও আসাদুল হাসানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। গত বৃহস্পতিবার অনুরুপভাবে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে ছাগল-ভেড়া ও সবজি বীজ বিতরণ করেন। দু’দিনে দু’ইউনিয়নে ১৮০টি ছাগল-ভেড়া ও স্ব-স্ব এলাকায় তালিকাভূক্ত উপকার ভোগী অসহায় পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।