নিজস্ব প্রতিবেদক: আশাশুনির দরগাহপুরে এক কৃষকের ধান কেটে দিয়ে হায়তা করেছে ছাত্রলীগ নের্তৃবৃন্দ। ইউনিয়নের খরিয়াটি গ্রামের এক দরিদ্র কৃষকের এই ধান কেটে দেয় তারা। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দরগাহপুর ইউনিয়ান ছাত্রলীগের ডাকে সাড়া দিয়ে আশাশুনি উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম (আসাদ) এর নেতৃত্বে মঙ্গবালর এ ধান কাটা হয়।
এতে দরগাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাহুল দেব রবী, সাধারণ সম্পাদক সুজন, বড়দল ইউনিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাচ্চু সরদার, ছাত্রলীগ নেতা বাপ্পী, মাসুদ সহ আরো অনেকে অংশ নিয়ে উক্ত কৃষকের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেয়।
করোনা ভাইরাসের এই মহাসংকটকালে শ্রমিক না পেয়ে কৃষকেরা যখন তাদের ক্ষেতের ফসল তোলা নিয়ে দু:শ্চিন্তাগ্রস্থ তখন ছাত্রলীগ নের্তৃবৃন্দের এই ধরনের মহতি কার্যক্রমের সাধুবাদ জানিয়েছেন উপকারভোগী উক্ত কৃষক সহ এলাকাবাসী।