প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
আশাশুনির চাপড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪, অন্তঃসত্ত্বার সন্তান নষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার চাপড়ায় জমির দখলচ্যুত করতে হামলায় ৪ জন আহত হয়। আহত অন্তঃসত্ত্বা জেসমিন এর সন্তান দীর্ঘ ১৫ দিন পর নষ্ট হয়ে গেছে। থানায় দাখিলকৃত এজাহার ও বাদী সূত্রে জানাগেছে, বাদী মৃত মান্দার সরদারের ছেলে রফিকুল ইসলাম দিং চাপড়া মৌজায় এসএ ২০৮ খং, ১২০১-১২২৭ দাগে ৫.৬৪ একর জমির মধ্যে অর্ধেকাংশের মালিক। উক্ত জমির ১.২০ একর জমির রফিকুল দিং অর্ধেকাংশ ৬০ শতক জমি পাউবো খাস করে নেয়। তাদের খাসকৃত জমি তারা ভোগদখল করে আসছেন। জমির রেকর্ড ফেরত পেতে রফিকুল দিং ল্যান্ড সার্ভে আদালতে ২২১/২৪ নং মামলা করেছেন। মামলা চলমান রয়েছে। এছাড়া বন্দোবস্ত পেতেও যথারীতি আবেদন করা হয়েছে। এরপরও প্রতিপক্ষ জমি জবর দখল করতে চেষ্টা করে আসছিল। এনিয়ে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাজ্জাদুল গাজী, মফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা নেতা শাহরিয়ার জামানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ২ সেপ্টেম্বর শালিসে বসে মাপজোক করান। ১০ সেপ্টটেম্বর চুড়ান্ত ভাগ নিস্পত্তি করে মাপজোক করে শান্তিপূর্ণ সীমানা নির্দ্ধারন করে দেয়া হয়। শালিসের সিদ্ধান্ত মত রফিকুল দিং ১১ সেপ্টেম্বর নেটদিয়ে সীমানা ঘেরার সময় অভিযুক্ত হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোস্তাক আহম্মেদ, আলমগীর হোসেন, মোমেনা খাতুন ধারালো দা, লোহার রড, জিআই পাইপ, শাবল, কোদাল, কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে কাজে বাধা প্রদান করা সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এলোপাতাড়ী ভাবে মারপিট করলে বাদী, বাদীর ভাই শহিদুল ইসলাম, মাতা রহিমা খাতুন, অন্তসত্তা ভাইজি জেসমিন খাতুনকে বেদম মারপিট, রক্তাক্ত জখম, ভাইজির তলপেটে স্বজোরে লাথি মারলে গোপনাঙ্গ দিয়া রক্তক্ষরন হতে থাকে।শ্লীলতাহানী, স্বর্ণের চেইন, গাছগাছালি কেটে ক্ষতিসাধন করে। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। থানায় এজাহার দাখিল করলে এসআই ঘটনাস্থান পরিদর্শন করেন। ১৪ সেপ্টেম্বর জেসমিনকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ সেপ্টেম্বর তাকে বাড়িতে আনা হয় এবং ২৬ সেপ্টেম্বর অন্তসত্ত্বা জেসমিনের গর্ভপাত হয়ে যায়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.