আশাশুনি সংবাদদাতা:
আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস স¤প্রতি জাকারিয়া হত্যা ও সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার প‚র্বক ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল বেলা ১১টায় মহেশ্বরকাটি মৎস্যসেটে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়ায় হত্যার শিকার জাকারিয়া সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার প‚র্বক ফাঁসির দাবীতে তার বাড়ীর সামনে রাস্তার উপর দীর্ঘ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম।
মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহতের ভাইপো আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহত পুত্র মোস্তাহিদ হোসেন, বোন রেবেকা খাতুন, জহির উদ্দীন, সাবেক ইউপি সদস্য হাফেজ রবিউল ইসলাম প্রম‚খ।
মানববন্ধনে বক্তাগন বলেন সন্ত্রাসী বাহিনীরা গত ৮ সেপ্টম্বর জাকারিয়া সরদার ও তার পরিবারের লোকজনদের চানিজ কুড়াল, রড ও লাঠি শোটা নিয়ে মারপিট ও নৃসংশভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় অনেকেই গুরুতর আহত হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবী করে পুলিশ প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অর্ধসহশ্রাধিক নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকার ভ‚ক্তভোগী পরিবারের লোকজন ও সচেতন এলাকাবাসি।