নিজস্ব প্রতিবেদক: আশাশুনির কুল্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তÍুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী। সভায় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, প্রভাষক হিরুলাল বিশ^াস, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুস সামাদ গাজী, সাজ্জাদুল হক, শাহিনুর রহমান, আব্দুল মান্নান, মাছুম সরদার, আবু তালেব, কফিল উদ্দীন, মিকাঈল হোসেন, মঈনুর রহমান, মোশারফ হোসেন, আতাউর রহমান, আনছার আলী, আব্দুল বারী, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, মোমিনুর রহমান, রফিকুল ইসলাম ও এম এম রানা প্রমুখ। সভায় আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।