প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
আশাশুনির কুল্যায় জাতীয় কৃষি দিবসে র্যালী ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার কুল্যায় জাতীয় কৃষি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালে কুল্যা ইউনিয়নের আঁগরদাড়িতে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন বিআরসিসিএসএল প্রকল্পের আয়োজনে সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগিতায় "কৃষিই সমৃদ্ধি" এই শ্লোগান সামনে রেখে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প কৃষিবিদ মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুল্যা ইউপির প্যানেল চেয়ারম্যান আঙ্গুর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। মহাজনপুর ও আগরদাড়ী গ্রামের কৃষক ও কৃষাণীদের নিয়ে অনুষ্ঠানে ফিল্ড অর্গানাইজার সঞ্জয় কুমার ও আবু বকর সিদ্দিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তাগণ কৃষককে জাতির মেরুদণ্ড এবং সব সাধকের বড় সাধক বলে উল্লেখ করেন। জাতীয় কৃষি দিবস জাতীয় জীবনে অনাবিল আনন্দ, সুখ-শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এবং “কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি" শ্লোগান সফল হোক এই আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.