আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটিতে চতুর্থ বার্ষিকী দুইদিন ব্যাপী সার্বজনীন মতুয়া মহা সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় পূর্ব কাদাকাটি হরিচাঁদ ঠাকুর মন্দির মাঠে মঙ্গলঘাট স্থাপনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ঐদিন লীলামৃত পাঠ, মঙ্গল আচরণ, হরিগুরু বন্ধনা, সন্ধ্যায় মতুয়া দল বরণ ও ডঙ্কা কীর্ত্তণ এবং রাতে হরি সংকীর্ত্তণ ও হরি কথা আলোচনা করা হয়। পূর্ব কাদাকাটি সার্বজনীন মতুয়া সংঘের আয়োজনে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত মহা সংকীর্ত্তণ, ধুলট কীর্ত্তণ ও প্রসাদ বিতরণ এবং রাতে ধর্মীয় যাত্রাপালা “সাধক রামপ্রসাদ” অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।