
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার প্রতাপনগরে গুচ্ছগ্রাম পরিদর্শন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুচ্ছগ্রাম পরিদর্শন করা হয়।
প্রতাপনগরের কল্যাণপুর গ্রাম এলাকার অসহায় ভূমিহীন পরিবারদের আবাসস্থল নিশ্চিতের লক্ষ্যে গুচ্ছগ্রামের জন্য খাস জমিতে গৃহ নির্মানের ব্যবস্থা করা হয়। সরকারি অর্থায়নে বাস্তবায়িত গুচ্ছগ্রাম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় তিনি গৃহ পাওয়া ভূমিহীনদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যাবলী ও প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভ‚তি মনোযোগ সহকারে শ্রবণ করেন।