আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার বাবা হিমাংশ সানার পরলোক গমন উপলক্ষে শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গায় তার নিজস্ব বাসভবনে শ্রাদ্ধ উপলক্ষে এক ভোজের আয়োজন করা হয়।
উপজেলার ৬ হাজারের অধিক লোকের অংশগ্রহনে অনুষ্ঠিত ভোজে ইউপি চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্ব স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।