সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার আনুলিয়ায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আনুলিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড শওকত ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় বিছট ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আনুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ৭নং ওয়ার্ড শওকত ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ৭নং ওয়ার্ড শওকত ফুটবল একাদশ ১/০ গোলে ২নং ওয়ার্ড মোকছেদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্তার বিতরণ করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম, মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, রশিদুল আলম, প্রধান শিক্ষক সুকুমার বিশ^াস, ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, আলমগীর হোসেন, আনুলিয়া ছাত্রলীগের সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, এপিএস কলেজ ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমান প্রমূখ। রেফারী ছিলেন, আবু অহিদ বাবলু ও নাসির উদ্দীন। বিজয়ীদলকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি ৩২ ইঞ্চি কালার মনিটর প্রদান করা হয়। ধারা ভাষ্যে ছিলেন, মফিজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।