আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
২০২১-২০২২ অর্থ বছরে রবি/২০২১-২২ মৌসুমে গম ভুট্টা, সরিষা ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১০০ জন কৃষককে গম বীজ, ১০০ জনকে ভুট্টা বীজ, ৫০০ জনকে সরিষা বীজ ও ২০ জনকে খেসারী বীজ এবং সার প্রদান করা হয়।