আশাশুনি প্রতিবেদক: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনকালে এসআই নাজিমউদ্দীন ও এসআই পূর্ণনন্দ হরি সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের আব্দুল গনি সরদারে ছেলে রনি সরদার (৩৩) কে গোয়ালডাঙ্গা বাজারের কুদ্দুস সরদারের রাইস মিলের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে এই সংক্রান্ত ১৬(০৯)২০২১ নম্বর মামলা রুজু করে আটককৃত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।