আশাশুনি প্রতিবেদক: আশাশুনির মহেশ্বরকাটি সড়ক দূর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহত এবং আরোহী গুরুতর আহত হয়েছে। জানাগেছে, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আনুলিয়ার মৃত বাবু গাজীর পুত্র ওকালত গাজী (৪০) ও পার্শ্ববর্তী বল্লভপুর গ্রামের সুবোল দাশের পুত্র গৌরপদ দাশ (২৭) আনুলিয়া থেকে মাছ ক্রয়ের জন্য মটরসাইকেল যোগে বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা চাপড়া-সাতক্ষীরা মেইন সড়কের মহেশ্বরকাটি ইনতি আইচ ফ্যাক্টরীর সামনে পৌছানো মাত্র অপরদিক থেকে হঠাৎ একটি বরফবাহী ভ্যান সামনে পড়লে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল রাস্তার পাশে ছিটকে পড়ে চালক ওকালত গাজী ও গৌরপদ দাশ গুরুতর আহত হয়। সাথে সাথে পার্শ্ববর্তী লোকজন আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২.৩০ মি. ওকালত গাজী মৃত্যুর কোলে ঢোলে পড়ে ও অবস্থার অবনতি হলে গৌরপদ দাশকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে। বুধবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত গৌরপদর জ্ঞান ফেরেনি ও নিহত ওকালত গাজীকে তার বাড়ী আনুলিয়ায় দাফনের প্রস্তুতি চলছিল বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে।