আশাশুনি প্রতিনিধি : আশাশুনি বাইপাস সড়কে মটর সাইকেল ও চার্জার ভ্যান দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের আঃ হামিদ সরদারের জামাতা আমজেদ আলি তার চার্জার ভ্যানে শেওলা নিয়ে আশাশুনি এলাকায় মৎস্য ঘেরে বিক্রয়ের জন্য গিয়েছিল। আশাশুনি খোলপেটুয়া ব্রীজ বাইপাস সড়কে ডলফিন হ্যাচারির কাছে পৌছলে সামনের দিক থেকে আসা ট্রাককে ক্রসিং করছিল ভ্যান চালক। হঠাৎ করে একটি মটর সাইকেল দ্রুত গতিতে দু’ গাড়ির মধ্যে ঢুকে পার হয়ে যাওয়ার সময় মটর সাইকেল চালক গদাইপুর গ্রামের নফিল উদ্দিন শেখের পুত্র আছাদুল শেখ নিয়স্ত্রন হারিয়ে ফেলেন। তখন ভ্যান গাড়ির সাথে ধাক্কা দিলে ভ্যান ও মটর সাইকেল চালকসহ রাস্তায় ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহত ভ্যান চালক আমজেদকে আশাশুনি হাসপাতালে এবং মটর সাইকেল চালক আছাদুলকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি পাঠানোর ব্যবস্থা করেন। গাড়ি দুটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।