
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলক চন্দ্র বিশ্বাস, মোঃ মাসুকুল হক, মো. লিটন হোসাইন, তারিশা রহমান ও মোঃ লুৎফুল হাসান উপস্থিত ছিলেন।