
আশাশুনি প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছেন। রবিবার (২৮ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং ও আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। তিনি বলেন, প্রশাসন জনপ্রতিনিধি সাংবাদিক ও জনগণের মেল বন্ধন থাকলে ভাল কাজ করা সম্ভব। এজন্য আমি আশাশুনিতে যোগদানের পর থেকে সকল সেক্টরের মানুষের সাথে কথা বলা, সুবিধা-অনুবিধা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ইমাম, শিক্ষক, কৃষক, নারী সংস্থা, জন প্রতিনিধিদের সাথে কথা বলে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ড সম্পর্কে অবহিত করার কাজ করেছি। বিগত ১২ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলদেশে উত্তরণে দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসাবে আশাশুনিতে কোভিট’১৯ এর স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম করা হয়েছে। উন্নয়ন মেলা- কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা, প্রবন্ধ পাঠ, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান, দপ্তর ভিত্তিক নয় বরং শ্লোগান ভিত্তিক স্টল পরিচালনার মাধ্যমে সরকারের উন্নয়নের ধারাকে ফুটিয়ে তোলা হয়েছে। আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কার্যক্রমের তথ্য সরবরাহ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হলো। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও সোহাগ খান উপস্থিত ছিলেন।