আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারী আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার মহিষকুড় মৎস্য সেটের ক্রেতা-বিক্রেতার মুখে মাক্স না থাকায় সভাপতি সহ উপস্থিত ক্রেতা-বিক্রেতাকে ২০০০ টাকা, শ্রীউলা গ্রামের হাকিম সরদারের ছেলে হাফিজুল ইসলামকে ২০০ টাকা, সাতক্ষীরা-ঘোলা সড়কের বাসে সামাজিক দূরত্ব বজায় না রাখায় বাসের সুপারভাইজার সুশান্ত কুমারকে ২০০ টাকা, আশাশুনি গ্রামের রইচউদ্দীন এর ছেলে রবিউল ইসলামকে ১০০ টাকা ও মহিষকুড় গ্রামের মাহবুবুর রহমানের ছেলে হাফিজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেন।
এ সময় ভূমি অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।