নিজস্ব প্রতিবেদক:
আশাশুনিতে সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে সাব-রেজিস্ট্রারের অস্থায়ী কার্যালয় এ মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদানকলে তিনি বলেন, আশাশুনিতে যোগদানের পর থেকে জনগণের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখানে একটা সাব রেজিস্ট্রার কার্যালরেয়র নিজস্ব ভবন নির্মাণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।