আশাশুনি প্রতিবেদক: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান উল্লাহ বাবলুর বড় চাচা আর নেই (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আশাশুনি সদরের মৃত নুর বক্ত গাজীর ছেলে শ্যাম আলী গাজী (১০০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকাল ৫.১০ মিনিটে আশাশুনিস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ৮.৪৫ মিনিটে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন, আশাশুনি থানা জামে মসজিদের ইমাম হাফেজ বাকী বিল্লাহ। এসময় জেলা পরিষদ সদস্য মহিতুুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।