
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যার এক সাংবাদিক বাল্যবিবাহর ক্ষতিকর বিষয়ে অবহিত করে বিবাহ বন্দের চেষ্টা করলে তাকে লাঞ্চিত ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার পরও গভীর রাতে বিবাহ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বশিরাবাদ গ্রামের সুভাস চন্দ্র দাশের কন্যা গাবতলা হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্রীকে শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামে এক যুবকের সাথে রোববার বিকাল সাড়ে ৫ টায় বিয়ের আয়োজন পাকাপোক্ত করা হয়। পাশর্^বর্তী মানিক দাশের পুত্র আশাশুনি প্রেসক্লাবের সদস্য প্রভাষক সুব্রত কুমার দাশ শনিবার মেয়ের বাবা সুভাস দাশের বাড়ী হাজির হয়ে বাল্যবিবাহের কুফল ও আইনে লঙ্ঘনের বিষয়ে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন সকাল সাড়ে ৯ টার দিকে সাংবাদিক সুব্রত দাশ ধান ক্ষেতে পানি দিয়ে বাড়ী ফেরার পথে জুড়োন দাশে ঘেরের সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সুভাস, জুড়োন, দেবাশীষ ও সুমনসহ অজ্ঞাতনামা ৫/৭ তার পথ রোধ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সুব্রত দাশকে লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্রে শস্ত্র নিয়ে ধাওয়া করে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দেয়। পরে ০১৮৫৪-২৯৫১৭৪ নং মুঠো ফোনে মেয়ের পক্ষের লোকেরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এ ব্যাপারে সাংবাদিক সুব্রত দাশ বাদী হয়ে প্রতিকার প্রর্থনা করে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করেন। বিশ^স্ত সূত্রে জানগেছে, সুভাস দাশ গোপনে তার কন্যাকে গভীর রাতে বিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে আইন শৃংখলা কমিটির সভায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।