সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম, স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শারমীন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি হাসানুজ্জামান, আরডিও বিশ^জিৎ ঘোষ, সমবায় অফিসার করিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি ও আশাশুনি উপজেলা জামে মসজিদের ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, ক্ষতিকর দিক সম্পর্কে অবহিতকরণ, ধর্মীয় চেতনায় আঘাত আনতে পারে এমন কিছু না করাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।