মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে পুরস্কৃত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বুধবার সকালে উপজেলার সকল গ্রাম পুলিশদের হাজিরা নেয়ার সময় এ পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলার আনুলিয়া ইউনিয়নে বাসুদেবপুর গ্রামের মৃত শিবপদ বিশ্বাসের ছেলে গ্রাম পুলিশ সমীর বিশ্বাস গত জুন মাসে থানার এএসআই নাজিম হোসেনকে ১০টি ওয়ারেন্ট তামিলের আসামীর তথ্য দিয়ে সহযোগিতা প্রদান করায় তাকে উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসাবে মনোনীত করা হয় ও পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার প্রদানকালে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির গ্রাম পুলিশদেও উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুয়া খেলোয়ার, বাল্যবিবাহ, চুরিসহ কোথাও কোনো ওয়রেন্টের আসামী এবং কোন অপরাধ কর্মকান্ড সংগঠিত হলে সঙ্গে সঙ্গে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, আপনাদের এসব তথ্যের জন্য পুরষ্কারসহ নগদ অর্থ প্রদান করা হবে।
এ সময় আশাশুনি থানার এসআই হাসানুজ্জামান, সদ্য যোগদানকৃত এসআই আঃ আজিজ, এএসআই নাজিম হোসেনসহ থানার অফিসারবৃন্দ ও সকল গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।