আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে শেখ রাসেল দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অলোক কুমার সরকার, নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এসআই আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিাত ছিলেন। সভায় ১৮অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, পথ শিশুদের ডেটাবেজ তৈরিতে সহযোগিতা প্রদান, আলোচনা সভা ও সেমিনার, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশেষ মোনাজাত, মিলাদ ও প্রার্থনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।