বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১.৩০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা, শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, তুয়ারডাঙ্গা মা/বি প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল, বুধহাটা কলেঃ স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আশাশুনি সরকারি মা/বি ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, প্রতাপনগর মা/বি ক্রীড়া শিক্ষক আঃ রশিদ, তুয়ারডাঙ্গা ক্রীড়া শিক্ষক সুনীল মন্ডল, আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, দরগাহপুর কলেঃ স্কুলের জি এম রাখিদুল ইসলাম, বড়দল কলেঃ স্কুলের মনিষ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ থেকে ৭ জানুয়ারি সাব জোন পর্যায়ের প্রতিযোগিতা, ১১ থেকে ১৬ জানুয়ারি উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং এ্যাথলেটিক্স এ ৩৬ ইভেন্টে খেলা হবে।