মাসুদুর রহমান মাসুদ: আশাশুনিতে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশাশুনি একাদশ প্রতাপনগর ইউনাইটেড একাডেমি (মাধ্যমিক বিদ্যালয়) একাদশের মুখোমুখি হয়। খেলায় প্রথমে ব্যাট করে আশাশুনি একাদশ নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে প্রতাপনগর একাদশ নির্ধারিত ১০ ওভারে ৯ ইউকেটে ৯২ রান করতে সক্ষম হয়। ফলে আশাশুনি একাদশ ২৭ রানে বিজয়ী হয়ে এই ইভেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হয়। এর আগে একইদিন সকালে ১ম সেমিফাইনালে আশাশুনি একাদশ শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় একাদশকে ৩২ রানে হারিয়ে এবং ২য় সেমি ফাইনালে প্রতাপনগর একাদশ বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় একাদশকে ৫ উইকেটে পরাজিত কওে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলাগুলো পরিচালনা করেন অরুণ কুমার, উত্তম কুমার, আনিছুর রহমান, ইয়ামিন হোসেন এবং সঞ্জয় কুমার। ধারাভাষ্যে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ ও আমানুল্লাহ আমান। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা পরিষরে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স. ম সেলিম রেজা সেলিম, এস, আই হাসানুজ্জামান, শিক্ষক আসিব ইকবাল সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।