আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়।
আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয় পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ৮৬৫ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনের কথা থাকলেও ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যার মধ্যে বালক ৬ জন ও বালিকা ১৭ জন। ফলে ৩৩৬ জন বালক ও ৫০৬ জন বালিকা পরীক্ষায় অংশ নিয়েছে। উপস্থিতির হার ৯৭%। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলি, আঃ রকিব ও আবু সেলিম। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ কুমার ও সোহাগ আলম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম পরীক্ষা কেন্দ্র সার্বিক তদারকি করেন।