জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গায় শহীদ আতিয়ার রহমান সরদার স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২ টায় গোয়ালডাঙ্গা বাইতুননূর জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মরহুমের পুত্র সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মোরতাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহ-সেক্রেটারী প্রফেসর মাওঃ শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস। অন্যদের মধ্যে ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা, যুব বিভাগের সভাপতি মোঃ ওমর আলী, সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিন, মাস্টার আনারুল ইসলাম, শ্রমিকনেতা হাবিবুর রহমান, জহরুল ইসলাম প্রমুখ।