বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ১২৫কেজি মাছ বিনষ্ট সহ ৪০হাজার টাকা জরিমানা আদায় করেছেন র্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিব। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে তিন মাছ ব্যবসায়ী দুর্গাপুর গ্রামের অহিদুল ইসলামকে ২০হাজার টাকা, গাবতলা গ্রামের কালিপদ সানাকে ১০হাজার টাকা ও বাঁকড়া গ্রামের মোজাফফরকে ১০হাজার টাকা জরিমানাসহ ৬৫কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর ৬০কেজি মাছ জব্দ করেন। পরে জব্দকৃত ১২৫কেজি বাগদা চিংড়ি মাছ মানিকখালী ব্রিজের উপর থেকে খোলপেটুয়া নদীতে ফেলে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী লিটু ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।